এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী
মৰ্ম্মে মৰ্ম্মে বুঝিতেছি আজ,—
疊 চলা, বল, চাহনি, ভঙ্গিম।
আহারে বসিলে, বসি’ কাছে, *খাও, নাও, কেন পড়ে’ আছে?”
কত তৃপ্তি, কত ব্যাকুলত। নিশায় চরণ-সেবা করি”, নিদ্রায় আনিত বলে ধরি’;
প্রভাতে চরণে অবনত।
যখন যা করেছি মনন— আগে-ভাগে করি’ আয়োজন,
অপেক্ষায় রহিত বসিয়া; ক্ষুদ্র ছখ, তুচ্ছ অনটন— যখনি হয়েছি অন্ত্যমন,
অমনি চেয়েছে নিঃশ্বসিয়t.
রোগে জাগি দ্বিপ্রহর রাতে— শিয়রে বসিয়া পাখা হাতে,
নাহি নিদ্রা, নিমেষ নয়নে; স্বপ্নে যদি কভু কাদিয়াছি, বলিয়াছে,—*এই কাছে আছি”; দেছে ঘৰ্ম্ম মুছায়ে যতনে।
স্বর দ্বার জগৎ সংসার, সকলি—সকলি ছিল তার।
আমি নিত্য অতিথি নুতন; দিলে পাই, নিলে তুষ্ট হই, গৃহ-পানে কভু চেয়ে রই—
অনায়াস দিবস কেমন।