এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
এষা ও শোক দিত মনে কি ধীর উল্লাস। দিত প্রাণে কি দৃঢ় বিশ্বাস। শোকে দুখে কি স্নিগ্ধ সাজ্জ্বন। কত শক্তি আপদে বিপদে। কত শোভা গৌরবে সম্পদে। ভুলে ভ্রমে নীরব মার্জন। আজ বুঝি,—আমি অপরাধী, মর্ম্মে মর্ম্মে তাই এত কঁাদি, সহি নিজ পাপ-তুষানল। অহঙ্কারে রুদ্ধ করি* মন, করেছিন্থ প্রেম-সংযমন— খুজেছিক্স ছলনা কেবল। বলি নি, বলিতে ছিল কত। লুকাইতে ছিলাম বিত্রত, লয়ে অভিমান রাশি রাশি; মন খুলে’—প্রাণ খুলে’ তারে বলি নাই কেন বারে বারে,— “ভালবাসি—বড় ভালবাসি। শূন্ত-গৃহে বসে আজ ভাবি,— করেছি প্রেমের জুধু দাবী! সে দেছে সর্ব্বস্ব হাসিমুখে। শূন্ত-প্রাণে চেয়েছে কাতরে, প্রেম-বিন্দু দেই নি অধরে। মান-মুখ চাপি নাই বুকে। ল’য়ে তুচ্ছ বাদ-বিসংবাদ ফুরাইল জীবনের সাধ। অপ্রকাশ রহিল সকলি। &S