অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী জীবনে সহজ ছিল যাহা, মরণে তুল্লত আজ তাহা। কে ক্ষমিৰে? সে গিয়াছে চলি’ ৷ & নাহি সে উৎসাহ, আশা, কামনা, কল্পনা; আজ আমি মরণের ত্যক্ত আবর্জন। শীতে যথা শুষ্ক সরঃ—পড়িয়া নীরবে, কুয়াস-তুর্গন্ধ-ভরা গলিত-পল্লবে। উবে’ গেছে সুখ শোভা মুরভি সুসার; রয়েছে শৈবাল পঙ্ক—যা নহে যাবার। গিয়াছে রাখিয়া মোর কি দীন জীবন। আসে না প্রভাতে আর নৰ-জাগরণ; পড়ে না মধ্যাহ্নে আর সে শ্রম-নিঃশ্বাস; হয় না সায়াহ্নে আর আপনে বিশ্বাস। আসে যায় দিনরাত, সেই অবসাদ— মানে, জ্ঞানে, কর্ম্মে, ধর্ম্মে নাহিক আস্বাদ। ধর। জুড়ে পড়ে’ আছে মুধু সেই দিন,— সে ফুল্ল উজ্জল চক্ষুঃ হতেছে মলিন। চায়—চায়—তবু চায়, কি বলিতে চায়— হৃদয়ের ভাষা তার অধরে মিলায়। হাতে ধরি, বুকে পড়ি, মুখে রাখি কাণ; শীতল নিম্পদ দেহ, মুদ্রিত নয়ান। মরণ-কালিমা দেহে, তৰু কি স্থষম। রাহুর কৰলে ষেন পূর্ণিম-চন্দ্রমা।
পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।