পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এৰ ৪ শোক কি মহিমা—কি ভঙ্গিম।—নির্ভয় হৃদয় এখনি জাগিবে যেন মৃত্যু করি জয়। ८कांथां छूमि-८कांथी व्यांछ, शृङ्गा-विखग्निनौসর্ব্বার্থ-সাধিকে গৌরী শিবে নারায়ণী। দিয়া তব রূপ-গুণ না হয় মরণে— বঁচিলে না কেন আর ফু দিন জীবনে। স্বধুই বুঝায়ে গেলে,—কি ছিলে আমার জীবনের সর্ব্ব-সুখ, জগতের সার। না লইলে প্রেম-পুজা—প্রেম-প্রতিদান, না করিতে আবাহন, দেবী অন্তৰ্দ্ধান। মনে হয়,—ছুটে যাই পিছে পিছে তব, হউক না যত দুখ, সব কুখ স’ব। এক দিন—কোন দিন—যদি কোন কালে, চোখে চোখে দেখা হয় মেঘ-অন্তরালে। বলিব না কোন কথা, ফুট করে ধরি’, চেয়ে—চেয়ে মুখপানে র’ব বুকে মরি’।

  • ، وع

অজয়ে জিজ্ঞাসে দাসী,—“কোথ। মা তোমার?” মুখপানে চেয়ে রয়, মনে যেন হয়-হয়; *मां-भt-ञांभां(ब्र) मी"-दहज बांद्म वांब्र। যেন ক্রমে ক্রমে বোঝে, আঁখি চারি দিকে খোজে, ক্রমে ফুলে উঠে ঠোট, আঁখি ছল-ছল। FO