এৰ। ই শোক Ço ক্ষীণ সরস্বতী আজ হুই কুল ভরি’ পড়ে আছে গতিহীন হরিৎ-বরণ; ভাসিছে শৈবাল-দাম, ক্ষুদ্র তাল-তরী; বংশ-সেতু পরে ক্রৌঞ্চী মুদ্রিত-নয়ন। তীর-বেণু-বনে উঠে ভেক-কণ্ঠস্বর; ডাকিছে চাতক দূরে আসার-পিপাসী; সজল শু্যামল তৃণ, শু্যামল প্রান্তর; বৃতিপাশে শেফালিকা, মূলে পুষ্পরাশি। কচিৎ তড়িৎ-মুখে মান হাসি লুটে; কচিৎ বলাক যায় নভঃতলে ভাসি; কচিৎ প্রভাত-আলো মেঘ ভেদি ফুটে; কচিৎ সমীর ছুটে গভীর নিঃশ্বাসি’। সারা নিশা ঘুরিয়াছি কত গ্রহলোকে, জন্মিয়াছি—মরিয়াছি কত শত বার | কত শীত গ্রীষ্ম বর্ষা—কত রোগে শোকে খুজিয়াছি—মিলে নাই তবু দেখ। তার। میb আবার ছঃস্বপ্ন সেই –আবার পরাণ জগতের দেহখান জগতে ফেলিয়া, ছুটিতেছে উৰ্দ্ধ-মুখে—উস্কার সমান, রাশি রাশি বায়ুরাশি হ’ হাতে ঠেলিয়া। স্পর্শনে—ঘর্ষণে বায়ু উঠে জ্বলি জ্বলি’; দাপটে—ঝাপটে মেঘ দূরে সরে যায়; ছুটে আসে অন্ধকার উচ্ছ্বসি" উচ্ছলি’; বিজলী অশনি শিল৷ পায়ে:আছড়ায়।
পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।