●● অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী হতেছে নিঃশ্বাস-রোধ—নাহি বহে বায়, ঘুরে ঘুরে সরে গেছে পদ হ’তে ধর। সম্মুখে অসহ সূর্য্য—ব্রুদ্ধ-নেত্রে চায়, তরল প্রলয়-অগ্নি ক্ষত বক্ষে ভরা। কত গ্রহ উপগ্রহ, বিচিত্র-দর্শন, বিচ্ছুরি বিবিধ বর্ণ ঘুরে নিরস্তর। কোথাও দহন সুধু, কোথাও বর্ষণ, কোথা গিরি, কোথা মরু, কোথা বা সাগর কোথ। আমি —ল’য়ে ক্ষুদ্র গ্রহ-পরিবার চক্রবালে ক্ষুদ্র রবি ধীরে অস্ত যায়। এ কি সেই ছায়াপথ—সম্মুখে আমার! পড়ে মোর দেহচ্ছায়া তারায় তারায়। উৰ্দ্ধে—ক্রেমে উৰ্দ্ধে—কোথা কিছু নাহি আর, স্বধু করি অনুভব ঈষৎ কম্পন। স্বধু শূন্ত—চির শূন্ত—অসীম—অপার। আলোক-আঁধার-হীন স্তব্ধত ভীষণ। কোথা তুমি প্রাণাধিক। —প্রতিধ্বনি ছুটে, কি তুমুল কোলাহল, শূন্য শতখান! কোথা ফুসে, কোথা হলে, কোথা ধ্বসে, টুটে। চমকি তরাসে—দেখি দিব। অবসান। సె আসে সন্ধ্যা, মুখে ল’য়ে ঘরস্ত ঝটিকা, রাশি রাশি শুষ্কপত্র ঘুরে’ উড়ে যায়। ডুবিয়া গিয়াছে রবি,—দুটা রশ্মি-শিখ। লুটিছে দিগন্ত-কোলে মৃত্যু-যন্ত্রণায়।
পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।