পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এক চিন্তা, এক ডর, এক শত্রু মিত্র পর,

                    দু'জনে বেঁধেছি ঘর পরস্পরে ধরি';
          এক আশা, আক কর্ম্ম,            এক পাপ, এক ধর্ম্ম—
                    এক স্রোতে ভাসি দোঁহে জড়াজড়ি করি'।
                    তবু—তবু কি প্রভেদ এ অভেদে পড়ি'!
                               ২
          প্রত্যক্ষ-আপনা ল'য়ে             আছ তুমি মুগ্ধ হ'য়ে—
                     ক্ষুদ্র আশা-পরিসরে পঙ্কিল মলিন;
          গর্ব্ব লজ্জা অভিমান—            সদা স্বার্থ-অনুষ্ঠান;
                     প্রতিবন্ধে উর্দ্ধ-ফণা— নির্ম্মম কঠিন।
         সুখ দুখ বাসনায়                কেন্দ্র করি' আপনায়—
                     হেরিতেছ আত্মপর মুষ্টির ভিতরে;
         ধর্ম্ম, কর্ম্ম, শুভ, শান্তি,         চিন্তা, ডর, ভুল, ভ্রান্তি—
                     লূতা সম আপনার তন্তুতে বিহরে।
         এই আশা তৃষা মোর             অপ্রত্যক্ষে সদা ভোর,
                    হৃদয় ভেদিয়া ধায় মিশিতে আত্মায়;
         দারিদ্র বা অভিমান,             চিন্তা, ডর, বাহ্যজ্ঞান
                    পলকে —পলকে ফেলি হারায়ে কোথায়!
         দূরে— দূরে —কত দূরে         এ কল্পনা সদা ঘুরে,
                     চাহিলে ধরার পানে পড়ে দীর্ঘশ্বাস!
          সুখ দুখ আত্মপর,            সীমা-রেখা ক্ষীণতর—
                     কোথা সত্য—কোথা মিথ্যা—সন্ধেহ—বিশ্বাস!
                               ৩
                     অভেদে প্রভেদে এই কিবা সুমঙ্গল!
          এ সংসার-রণাঙ্গনে            হেন দৃঢ়-আলিঙ্গনে
                     না মিলিলে ভিন্ন-গতি দুটি মহাবল,—