এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
●护
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী
অন্ধক শাবকগুলি, জিহবা মেলি’, মুখ তুলি”, নড়ে-চড়ে, চীৎকারে কাতরে— প্রভাত-বায়ুর স্পর্শে, তরুর মৰ্ম্মরে ।
হৃদয় কেমন করে,— শিশুগুলি মনে পড়ে । আশঙ্কায় ঘরে ছুটে যাই,
চাপিয়া—চাপিয়া বুকে, মুখে চুমা খাই ।
মরেছে তাহার দেহ, মরে নি ত প্রেম-স্নেহ— রেখে যেন গেছে সমুদয় । সেই ক্ষুদ্র মুখ হুখ অাশা তৃষা ভয় ।
তারি হৃদি হৃদে ধরি’ তারি গৃহকাৰ্য্য করি ; প্রতিকার্য্যে স্মরি অনুক্ষণ, মরমে মরমে কাদি, মুছি হ’ নয়ন ।
সদা কাছে কাছে রই, কত হাসি, কত কই, রাখি চোখে চোখে, কোলে কোলে ; কি করিলে তার কথা, তার শোক ভোলে ।
তেমনি পাতিয়া কোল দিতেছি আদর-দোল— কত স্বরে করি গুন-গুন । দিন দিন স্নেহে আমি কত সুনিপুণ ।