অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী সেই শকতির ক্রিয়—এই ভূমণ্ডল, দ্রষ্টা দৃশু উভ আমি-কর্ম্ম কর্ম্মফল। অবরোহে জীব আমি, অধিরোহ-ক্রমে লভিব ব্রহ্মত্ব শেষে—কত পরিশ্রমে। নতুবা নিস্তার নাই,—জন্মি’ বারংবার হইবে সহিতে মোরে নিজ অত্যাচার। অদূরে ডাকিল শিব, চমকিল হিয়, পুনঃ ক্ষুদ্র মুখ হুঃখ উঠিল জাগিয়া। বক্ষে বিশ্বশোষী তৃষা—আজন্ম যন্ত্রণ, কেন গণ্ডুষের লাগি কাতর প্রার্থনা? যে চক্ষে ডুবিছে বিশ্ব প্রলয়-তিমিরে, কেন তারে রুদ্ধ করি ঘেরিয়া প্রাচীরে? হে সত্তী—হে পরমাত্মা! এস একবার, তোমায় আমায় হোক সম্বন্ধ-বিচার। ঘুচে যাক দেশ-কাল-পাত্রাপাত্র-ভেদ, মিলনের সুখ-শাস্তি, বিরহের খেদ। যাক্—ঘটিকার শঙ্কু চিরতরে থামি” – স্বষ্টি,নাই—অষ্টা নাই, নাই তুমি—আমি ১২ অপগত মেঘ-আবরণ; নির্ম্মল আকাশ আজি; উজ্জল তারকা-রাজি— নির্নিমেষ হসিত-নয়ন শুভ্র সূক্ষ্ম মেঘগুলি হেথা-হোথা উঠে জ্বলি’— অমরীর চঞ্চল গুণ্ঠন। দেবতারা মূর্ত্তি ধরি নামিছে আকাশ ভরি’। সৌরভে আকুল সমীরণ।
পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।