পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী Ꮌ☾ ওই বহ্নি—ওই ধুম—ওই অন্ধকার— বিগত জীবন-স্বপ্ন, কিছু নাই আর। জীবন-প্রথম হ’তে ওই পথে ধাই— কাহারে চরণ-চিহ্ন কুলে পড়ে নাই। কি ঘন-জলদে ঢাকা মৃত্যু-পরপার— বায়ুন আনিতে পারে দূর-সমাচার। তপন-কিরণে যায় সর্ব্ব বিশ্ব দেখা, কোথা চির-মিলনের উপকুল-রেখা। হুর্ভেদ্য হস্তর শূন্ত, ক্ষুদ্র-দৃষ্টি নর; ওই বহ্নি—ওই ধুম। কিবা তার পর?

  • "

শিশু আজ সন্ধ্যাবেল দিবে না পড়িতে; ল’বে এই বই-খানা, কিছুতে না মানে মানা, কোনমতে পাতাগুলা হইবে ছিড়িতে। ছেড়া বই, ছেড়া পাজি— কিছুতে সে নহে রাজি; হাড়ি, সরা, হাতী, ঘোড়া—চাই না তাহার; ছবি, তাস, বঁাশী, ঢোল— তবু সেই গণ্ডগোল, অবশেষে ঘা-কতক দিলাম প্রহর।