এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
গ্রহ উপগ্রহ ল'য়ে বিশ্ব যেত চূর্ণ হ'য়ে,
বিধির সৃজন-কল্প হইত বিফল!
অভেদে এ ভেদ সম— রহিত কি নিরুপম শরতে বর্ষার ছায়া, রৌদ্রে মেঘ-ধ্বনি! শীতের সায়াহ্ন-বেলা সহসা মলয়-খেলা, সাগরে অনল-লীলা, তড়িতে অশনি। ৪ নারী, তুমি বিধাতার স্ফূর্ত্তি, কঠোরে কোমল মূর্ত্তি, শুষ্ক জড় জগতের নিত্য নব ছলা! উপচয়ে দশহস্তা, অপচয়ে ছিন্নমস্তা, মায়াবদ্ধা, মায়াময়ী, সংসার-বিহ্ব্লা!
তুমি শান্তি-স্বস্তি-দাত্রী অন্নপূর্ণা, জগদ্ধাত্রী, সৃষ্টিকর্ত্রী,পালয়িত্রী, ভব-দুঃখ-হরা! আত্মমধ্যা,স্বয়ংস্থিতা, সৌন্দর্য্যে অপরাজিতা, মুগুধা, আশ্লেষ-রূপা, বিশ্লেষ-কাতরা! আমি জগতের ত্রাস, বিশ্বগ্রাসী মহোচ্ছাস, মাথায় মত্ততা-স্রোত, নেত্রে কালানল; শ্মশানে মশানে টান, গরলে অমৃত-জ্ঞান, বিষকন্ঠ, শূলপাণি, প্রলয়-পাগল।
তুমি হেসে বসে' বামে, সাজায়ে কুসুম-দামে, কুৎসিতে শিখালে, শিবে, হইতে সুন্দর! তোমার প্রণয়-স্নেহ বাঁধিল কৈলাস-গেহ, পাগলে করিলে গৃহী, ভূতে মহেশ্বর!