পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কি মধুর গন্ধ বাতাসে। নিশা সর-সর, বন মর-মর, কাপিয়া বাপিয়া বহিছে নিবার, গ্রামে—গ্রামে—গ্রামে ওঠে কুহুস্বর, স্বপনের স্তর আকাশে। দেহ মনঃ প্রাণ শিহরে। তরল আঁধার চিরি’—চিরি’—চিরি’ উষার আলোক ফুটে ধরি ধীরি। স্থির মেঘচ্ছবি—হিমালয়-গিরি, রজতের রেখা শিখরে। নয়ন আর যে ফিরে না। ভুলে গেছে মন—আপনার কথা, আপনার ভূখ, আপনার ব্যথা; প্রাণ পায় যেন প্রাণের বারত, বুকে যে স্বপন ধরে না। জলে ওঠে আঁখি ভরিয়া। দেহে মিলে দেহ–পড়ে ন নিঃশ্বাস, প্রাণে মিলে প্রাণ—মিটে ন৷ পিয়াস, প্রেমে মিলে প্রেম, মুখে—দুখ-ত্রাস, সে কি এল পুনঃ ফিরিয়া। צרי.