এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী
মিটে না—মিটে না পিপাসা। মান শশিকল শ্বেত মেঘে পড়ি’— তরুণ অরুণে কি রাঙ্গিম মরি। গিরি-শির হতে পড়ে ঝরি বারি’ তরল অলস কুয়াস ।
ফুলিছে হ্যলোক আলোকে । জ্বল-জ্বল জ্বলে ধবল শিখরা, কত-না অমর লুকান’ ভিতরি । কত-ন। অমর—কত-না অমরী
ধর-পানে চায় পুলকে ।
কি মধুর ধরা, অ৷ মরি। দূরে—দূরে গৃহ, চিত্রে যেন লিখা ; চূড়ায় চূড়ায় ওঠে ধুম-শিখা ; ফুল-ভূমে নাচে বালক বালিক,
তৃণ-ভূমে চরে চমরী।
গগনে কি মেঘ-কাহিনী। বন-ছায়-ছায় উছলায় ঝরা,
তরু-লতা-গুল্ম ফলে ফুলে ভরা, স্বর্ণ-শীর্ষ ক্ষেত্ৰ—
দেছ যবে ধরা আর ছাড়িব না, জননী ।
২১
আবার এসেছি আমি তোমার নিকটে,
হে অসীম, হে অপার । কি নীলিমা—কি বিস্তার—
কি সুন্দর—কি মহান—উদ্বেগে দাপটে।