এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
যে দিকে ফিরিয়া, প্রিয়া, দেখ একবার—
আমাদেরি দুই বল্র, এই ভাদাভেদচ্ছলে, ঘুরিছে ব্রম্ভাণ্ড-চক্র, চলিছে সংসার।
মানব-বন্দনা সেই আদি-যুগে যবে শিশু অসহায়, নেত্র মেলি' ভবে, চাহিয়া আকাশ-পানে—কারে ডেকেছিল, দেবে, না মানবে? কাতর-আহবান সেই মেঘে মেঘে উঠি', লুটি' গ্রহে গ্রহে, ফিরিয়া কি আসে নাই, না পেয়ে উত্তর, ধরার আগ্রহে? সেই ক্ষুব্ধ অন্ধকারে, মরুত-গর্জ্জনে, কার অন্বেষণে? সে নহে বন্দনা-গীতি, ভয়ার্ত্ত— ক্ষুধার্ত্ত খুঁজিছে স্ব-জন!
আরক্ত প্রভাত-সূর্য্য উদিল যখন ভেদিয়া তিমিরে, ধরিত্রীর অরণ্যে ভরা, কর্দ্দমে পিচ্ছিল— সলিলে শিশিরে। শাখায় ঝাপটি' পাখা গরুড় চীৎকারে, কান্ডে সর্পকুল; সন্মুখে শ্বাপদ-নঙ্ঘ বদন ব্যাদনি' আছাড়ে লাঙ্গুল। দংশিছে দংশক গাত্রে, পদে সরীসৃপ, শূণ্যে শ্যেন উড়ে;—