অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী
ল’য়ে গেছু গৃহ-শিরে অতি সপ্তপণে ধরি’, সৰ্ব্বাঙ্গে বুলামু কর কত-ন আদর করি’ ; ক্রমে সুস্থ, তুলি’ গ্ৰীবা চাহিল আকাশ-পানে— , মুখরিত উপবন কুজনে গুঞ্জনে গানে ।
ফুরিল কাকলী মুখে, সহসা উড়িল টিয়— উড়িছে—হরিৎ-পক্ষে স্বর্ণ-রৌদ্র আলোড়িয়া । কি আলোক—পরিপূর্ণ। কি বায়ু—পাগল-কর। প্রকৃতি মায়ের মত হাস্যমুখী মনোহর ।
ধায়—ছাড়ি’ গ্রাম, নদী ; দুর মাঠে যায় দেখা,— দিগন্তে অরণ্য-শীর্ষ—শু্যামল-বঙ্কিম-রেখা । ল’য়ে শত শূন্ত নীড় ডাকে ধরা অবিরত— নীল স্থির নভস্তলে ভাসে ক্ষুদ্র মরকত ।
চকিতে সরিল মেঘ—কোথা কিছু নাই অার । চকিতে ভাতিল মেঘে আমরার সিংহদ্বার । ঝটিতি মিশিল বায়ে মিলনের কলধ্বনি— ত্রিদিব পেয়েছে ফিরে” যেন তার হারা-মণি ।
এই মৃত্যু—এই মুক্তি ! হে দেব, হে বিশ্বস্বামী । আমিও ত বদ্ধ-জীব, আমিও ত মুক্তিকামী ।
অামিও কি ফেলি’ দেহ—বিস্ময়ে আতঙ্ক-হীন— অসীম সৌন্দর্য্যে তব হইব আনন্দে লীন ?
وليا
থর মোর কর ।
সুখে তুঃখে লোভে অহঙ্কারে যদি, দেব, ভুলিয়া তোমারে
যাই দূরান্তর ।
পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
