এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
Ն-8 অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী নীলবাসে দেহ ঢাকা, মেঘে ঢাকা শশী রাক, ঝলকে ঝলকে কিবা আভা উছলায়। সৰ্বম্ভ মন্দার ঘটী বাম করে আছে ফুটি; সোনার আঁচল লুটি” পড়ে রাঙ্গ পায়। এলোকেশ বায়ুভরে মুখে চোখে এসে পড়ে, নত-মাথা কল্পলত পড়ে তুলে গায়। সন্ধ্যায় নলিনী মত মুখখানি অবনত, কাপে হিয়া কুরু-হুরু আশা-নিরাশায়। নিম্নে হিল্লোলিত ব্যোম, কত সূর্য্য, কত সোম, কত গ্রহ উপগ্রহ ঘুরিয়া বেড়ায়। কোথা ধরা? ধরা পর কোথা তার ক্ষুদ্র ঘর? খুজিয়া না পায় আঁখি—জলে ভেসে যায়। আঁচলে মুছিয়া আঁখি, করেতে কপোল রাখি’, আবার আগ্রহে কত চায়—চায়—চায়। ওই না কন্দুক প্রায় সে ধরণী দেখা যায়। ওই না পূর্ণিমা-চাদ রৌপ্য-রেণু প্রায়। পড়ি ওই সেতুবৎ তারকিত ছায়াপথ, অবিশ্রাম মুক্ত-আত্মা আসে যায় তায়;