এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
এষা: সান্ধন। অতি পরিচিত স্বরে কেহ ডাকে সমাদরে, কেহ স্নেহে এসে পাশে নীরবে দাড়ায়। ছল-ছল তু’ নয়ানে সে চায় সবার পানে, কি ব্যথা বাজিছে প্রাণে—কে বলিবে তায়। পড়ে শ্বাস গাঢ়তর, তুখে লাজে জড়-সড়, কাপে মান বিস্বাধর—কথা না জুয়ায়। [ নহে শরতের বৃষ্টি, এ যে গো তাহার দৃষ্টি— কঁাপিছে অগ্রর পিছে আশার কিরণ। কি দীর্ঘ আমার প্রাণ— কবে হবে অবসান। যায় দিন—যুগ সম, আসে না মরণ। ] সূর্য্য নয়, চন্দ্র নয়— গোলোক আলোকময় বিষ্ণুর প্রশাস্ত স্নিগ্ধ নেত্র-নীলিমায়। নহে মধু-ফুলবাস— কমলার ধীর শ্বাস বহিছে কি প্রেমানন্দে প্রেম-গরিমায়। নীল মেঘ নিরুপম ছেয়ে আছে স্বপ্ন সম, চপল চেতনী-সম কভু শিহরায়। Նով: