এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী স্বর্ণগৃহ-চুড়ে-চুড়ে নব ইজধস্থ ক্ষুরে, ময়ূর ময়ূরী নাচে মণি-প্রস্তুরায়। কল্পতরু সারি সারি, আলবালে কাপে বারি, হরিণী অলস-আঁখি শীতল ছায়ায়; পারিজাতে স্বধাগন্ধ, আনন্দে ভ্রমর অন্ধ, শাখায় শাখায় পিক মৃদ্ধ কুহুরায়। শূন্তে বাজে বীণ। বেণু, শম্পভুমে কামধেনু, ধু-ধু উড়ে স্বর্ণরেণু বিরজ-বেলায়। দীর্ঘ নেত্র, দীর্ঘ ভুরু, ক্ষীণ কটি, শ্রোণী গুরু, হলিছে তরুণী কত লতার দোলায়। কত সুকুমার শিশু, ফুল্ল পারিজাত-ইষু, হেলে-হলে হেসে-গেয়ে নাচিয় বেড়ায়; কত যুব, কত ৰূদ্ধ, কত ঋষি, কত সিদ্ধ সর্ব্বাঙ্গে মাখিয়া রজঃ আনন্দে গড়ায়। [ এ নহে প্রভাত-বায়, এ যে বুক ভেঙ্গে’ যায়— আকুল নিঃশ্বাস তার, ব্যাকুল অন্তর। প্রস্তরী-কাপিস।