পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৩৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

५६ ई जां★दनं ठांभि চিরদিন জানি,— সে যে বড় অভিমানী। সহিতে পারে না কভু প্রেমে অনাদর। ] কি মহান—কি গম্ভীর— প্রলয়-জলধি স্থির— বিরাজে সর্ব্বতোভদ্র রুদ্র মহিমায়। কি বন্ধুর—কি সরল। কি কঠোর—কি কোমল। পৌরুষে বিস্ময় ভয়, মোহ সুষমায়। উত্তঙ্গ শিখর-চূড়ে গরুড়-কেতন উড়ে; নবগ্রহ নবদ্বারে গোপুর-মাথায়। গায়ে ফুল লতা পাতা, কত-ন। কাহিনী গাথা; প্রাচীরে উদ্ভিন্ন মূর্ত্তি—নানা দেবতায়। মণ্ডপ সহস্ৰ-দ্বারী, রুদ্রকণ্ঠ স্তম্ভ সারি, ঝলকে খিলান ছাদ নীল-মণিকায়। তলভূমি ঢাকা ফুলে, ফুলের ঝালর বুলে, ফুলের লহরী হলে চারু বোধিকায়। যুগে যুগে নারী নর— নত-জাক্স, যুক্ত-কর, প্রেমে গদ-গদ স্বর,রাসলীলা গায়। সর্ব্বতোভক্স—বিষ্ণুর মন্দির বিশেষ। গোপুর-তোরণ। ক্ষত্রকণ্ঠ—বোলপল-বিশিষ্ট স্তম্ভ। বোধিকা-স্তম্ভের শীর্ষস্থ কারুকার্ষ্য।