এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কে তাহারে উদ্ধারিল? দেব, না মানব—
প্রস্তরে লগুড়ে?
শীর্ণ অবসন্ন দেহ, গতিশক্তি-হীন, ক্ষুধায় অস্থির; কে দিল তুলিয়া মুখে স্বাদু পক্ক ফল, পত্রপুটে নীর? কে দিল মুছায়ে অশ্রু? কে বুলা'ল কর সর্ব্বাঙ্গএ আদরে? কে নব-পল্লবে দিল রচিয়া শয়ন আপন গহ্বরে? দিল করে পুষ্পগুচ্ছ, শিরে পুষ্পলতা, অতিথি-সৎকার; নিশীথে—বিচিত্রসুরে, বিচিত্র ভাষার স্বপপ্ন-সম্ভার!
শৈশবে কাহার সাথে জলে স্থলে ভ্রমি' শিকার-সন্ধান? কে শিখাল ধনুর্ব্বেদ, বহিত্র-চালনা, চর্ম্ম-পরিধান? অর্দ্ধ-দগ্দ্গ মৃগমাংস কার সাথে বসি' করিনু ভক্ষণ? কাষ্ঠে কাষ্ঠে অগ্নি জ্বালি' কার হস্ত ধরি' কুর্দ্দন নর্ত্তন? কে শিখাল শিলাস্তূপে, অশ্বথ্বের মূলে করিতে প্রণাম? কে শিখাল ঋতুভেদ, চন্দ্র-সূর্য্য-মেঘ, দেব-দেবী-নাম?
কৈশোরে কাহার সনে মৃত্তিকা-কর্ষণে হইনু বাহির?