এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী बां८छ *ष्ध थन घन, ফুটে পদ্ম অগণন, ঘুরে চক্র স্বদর্শন তড়িৎ-প্রভায়। গর্ভগৃহে পদ্মাসন, বসি’ লক্ষ্মী-নারায়ণ। বাক্য-মনঃ-অগোচর—নমামি তোমায়। স্বজন-পালন-লয় শ্রীপদে জড়িত রয়— দেহি দেহি পদাশয় শোকান্ধ জনায়। Ե হ। প্রিয়া—শ্বাশান-দগ্ধ, হও পরকাশ। ত্যজিয়াছ মর্ত্যভূমি, তবু আছ—আছ তুমি। তুমি নাই—কোথা নাই, হয় না বিশ্বাস। এত রূপ গুণ ভক্তি, এত প্রীতি আমুরক্তি, স্বজনে যে পুর্ণতার নাহিক বিনাশ! নয়—এ মরণ নয়, ফু দিন বিরহ। আলোকে সু-বর্ণ ফুটে, আঁধারে সুগন্ধ ছুটে; মিলনে নিঃশঙ্ক প্রেম—যত্ন অনাগ্রহ। বিরহে ব্যাকুল প্রাণ— সেই জপ তপঃ ধ্যান, সেই বিনা নাহি আন, সে-ই অহরহ।