পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদ্দীপ্ত তেজসনেত্র—হেরিছ নির্ভয়ে

                   সপ্তুসূর্য্য-শিখা!
             গ্রহে গ্রহে আবর্ত্তন—গভীর নিনাদ
                   শুনিছ শ্রবণে!
             দোলে মহাকাল-কোলে অনু পরমানু—
                   বুঝিছ স্পর্শনে!
             নমি, হে সার্থক-কাম! স্বরূপ তোমার 
                   নিত্য অভিনব!
             মর দেহে নহ মর, অমর-অদিক
                  স্থৈর্য্য ধৈর্য্য তব!
             ল'য়ে সলাঙ্গুল দেহ, স্থূলবুদ্ধি তুমি
                   জন্মিলে জগতে,—
             শুষিলে সাগর শেষে, রসাইলে মরু,
                   উড়ালে পর্ব্বতে!
             গঠিলে আপন মূর্ত্তি—দেবতা-লাঞ্ছন, 
                   কালের পৃষ্ঠায়!
            গড়িছ—ভাঙ্গিছ তর্কে, দর্শনে, বিজ্ঞানে,
                   আপন স্রষ্ঠায়।
            নমি, হে বিশ্বগ-ভাব! আজন্ম-চঞ্চল,
                  বিচিত্র, বিপুল!
            হেলিছে—দুলিছে সদা, পড়িছে আছাড়ি,
                 ভাঙ্গি' সীমা—কুল!
            কি ঘর্ষণ—কি ধর্ষণ, লমফন—গর্জ্জন,
                 দ্বন্দ্ব—মহামার!
            কা ডুবিল—কে উঠিল, নাহি দয়া মায়া,
                  নাহিক নিস্তার!
           নাহি তৃপ্তি, নাহি শ্রান্তি, নাহি ভ্রান্তি ভয়,
                  কোথায়—কোথায়!