এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
চিরদিন এক লক্ষ্য—জীবন বিকাশ,
পরিপূর্ণতায়!
নমি তোমা, নরদেব! কি গর্ব্বে গৌরবে দাঁড়ায়েছ তুমি! সর্বাঙ্গে প্রভাত-রশ্মি, শিরে চূর্ণ মেঘ, পদে শষ্পভূমি। পশ্চাতে মন্দির-শ্রেণী, সূবর্ণ-কলস ঝলসে কিরণে; বালকণ্ঠ-সমুথ্বিত নবীন উদগীথ গগনে পবনে। হৃদয়-স্পন্দন সনে ঘুরিছে জগৎ, চলিছে সময়; ভ্রূ-ভঙ্গে—ফিরিছে সঙ্গে ক্রম ব্যতিক্রম, উদয় বিলয়!
নমি আমি প্রতিজনে,—আদ্বিজ-চন্ডাল প্রভূ-ক্রীতদাস! সিন্দু-মূলে জল-বিন্দু, বিশ্ব-মূরে অণু, সমগ্রে প্রকাশ! নমি, কৃষি-তন্তু-জীবী, স্থপতি, তক্ষণ, কর্ম্ম-চর্ম্ম-কার! অদ্রি-তলে শিলাখন্ড— দৃষ্টি-অগোচরে বহ অদ্রি-ভার! কত রাজা, কত রাজ্য গড়িছ নিরবে, হে পূজ্য, হে প্রিয়! একত্রে বরেণ্য তুমি, শরেণ্য এককে,— আত্মার আত্মীয়!