পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विविथ a *ांधीं లిమా ১৮

  • পশ্চাতে প্রতাপ-সিংহ ল’য়ে রথ, ল’য়ে রখী, রঘুরে আচ্ছাদি’—শর নিক্ষেপে মামুদ প্রতি। কঁাপিতেছে বুহিদ্বার, রঘু লভিতেছে স্থান; রক্ষিতে মামুদে, দ্রুত মানসিংহ আগুয়ান; বধিছে অজস্র শর প্রতাপে জর্জর করি’। রক্ষিতে প্রতাপে আসে সূর্য্যকাস্ত অগ্রসরি’। भकिॐ श्रांख्यन्टभ ब्रन्छ, भलन व्षांखान्टभ दांभ, ছুটিছে—ফাটিছে গোল বজ্রনাদে অবিশ্রাম।

SS “প্রতাপ পড়িল রথে; রযু প্রবেশিল ব্যুহ; পাশ্ব ভেদি’ আসে রুড, দ্বারে সুর্য্যকান্ত গুহ। মামুদে বধিয়া রুড, ধায় মানসিংহ প্রতি; ছুটিছে রুডার পিছে কুমার তড়িত-গতি। রক্ষিবারে মানসিংহে ছুটিছে আমীরগণ; প্রবেশিছে ব্যুহমধ্যে বঙ্গসেন অগণন। বামে অবরুদ্ধ কচু যুঝিছে মদন-সাথ; গজে রথে ভগ্নপার্শ্ব মথিছেন বঙ্গনাথ। శిe “আক্রমিল মানসিংহে রঘু রুড হুই দিকে — নির্দয় বিজয়-লক্ষ্মী চেয়ে আছে অনিমিখে। যুঝিছে বিপক্ষ-সেনা, যুঝিছে আমীরগণ; যুঝে রঘু, যুঝে রুড, যুঝে সূর্য্য প্রাণপণ। স্তব্ধ গুলি, স্তব্ধ গোলা, সুধু চর্ম্ম-তরবার, তোমর, মুদ্রগর, ভল্ল,—বক্ষে বক্ষে, ‘মার মার।’ পড়িল আমীরগণ পড়িল অসংখ্য সেন।; পড়িল ভূতলে রঘু —তবু ভট ভাঙ্গিছে না।