এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
এত গর্ব্ব,এত জয়,
তবু নর সুস্থ্ নয়— তবু উঠে হাহাকার ভেদি' অন্তঃস্তল, গেল—গেল জীবন বিফল! সেই উন্মাদনা স্রোত আজো প্রাণে অতোপ্রোত; সেই অতৃপ্তি হা-হা করে; সেই চিত্ত অপ্রসাদ, জীবনে ধিক্কর; সর্ব্বগ্রাসী স্বার্থ-হুহুঙ্কার।
আজো সেই পশু ধর্ম্মে ভ্রমি লক্ষ্যহীন কর্ম্মে; আত্ম-পরতিষ্ঠার ছলে বিশ্ব দেই রসাতলে; কামে ক্রোধে লোভে মদে সৃষ্টি শত চূর; হা-হা, নর সাক্ষাৎ অসুর!
বৃথা তার ইতিহাস, ভবিষ্যৎ কাব্য-ভাষ; বৃথা যুগ বিবর্তন, মিছা কুরুক্ষেত্র রণ; সভ্যতার এত শ্রম বৃথায়—বৃথায়! ধিক্ নরে, নর প্রতিভায়!
উর, দেবী, রাখ সৃষ্টি, কর প্রেমসুধা-বৃষ্টি! ধুয়ে যাক্—মুছে' যাক্ অদৃষ্টের দূর্বিপাক—