8b- অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী হুটামুণ-বৰ্মভোয়। छल्ल-क्षणब्रटङगोल्ल। সপী—যে তরবারি এমন স্থিতিস্থাপক যে, কটিবন্ধ-রূপে পরিণত হইতে পারে। রুক্সকান্ত—রাজহস্তী। ( লেখক কর্তৃক কল্পিত। ) ক্রম—শ্রেণী |* ( 'সাহিত্য, পৌষ ১৩১৬) মনোরমা ( নবাব-কারাগারে ) স্ত্রীঃ। তবে আশা নাই?” পুঃ “নাই কিছু নাই।” ঘনায়ে আসিল মেঘ। স্ত্রীঃ। “মিছে আর কেন?” পুং। “ভাবিতেছি তাই।” বাড়িল বায়ুর বেগ। স্ত্রীঃ। “কি হবে বাচিয়া?” পুঃ। “শুধু মৃত্যুপানে চাহিয়া চাহিয়া ভবে।” স্ত্রীঃ। “চল, মরি তবে।” . পুং। “হাহাহ, প্রেয়সি, তুমিও সঙ্গিনী হবে।” স্ত্রীঃ। “কি ভয় তাহায়?” পুঃ। “নবীন বয়স, তমু অতি মুকুমার—” স্ত্রী। তবে আশা আছে?” পু। “অতি ঘৃণ্য আশা।” স্ত্রীঃ। “মৃত্যু শ্রেয় শতবার।” পুং। তবে তাই হোক।” স্ত্রীঃ। “এই দণ্ডে হোক।” অতি সকরুণ ভাষ, সজল নয়ন, सांखङ्ग झश्म, গভীর সঘন শ্বাস।
- ১৩১৬, ২৬শে অগ্রহায়ণে বঙ্গীয়-সাহিত্য-পরিষদের ৭ম মালিক অধিবেশনে
পঠিত। r"