পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ; গাখী es কঁাপিছে বেশর নাচিছে কুন্তল, উড়িছে চাচর-চুল। সেই গুঞ্জ হাসি— জোছনার রাশি, সেই দৃষ্টি স্নিগ্ধ স্থির, আত্ম-প্রতিষ্ঠিত। মহিমা-মণ্ডিত। প্রিয় কথা পৃথিবীর। “হে শ্রান্ত পথিক, এস গৃহে মম, আজি হে অতিথি তুমি।” नथन्न व्लङिकt উঠিল হিল্লোলি নব বসন্তেরে চুমি। অগাধ যমুনা উঠিল কল্পোলি পেয়ে বরষার ধারা। অপার সাগর পূর্ণিমা-কিরণে কুলে কুলে আত্মহারা।

  • কছ হে বিদেশী, কোথা গৃহ তব,

কে তোমার গৃহে আছে?” বসন্ত-বোধনে উদাস মলয় কাদিল প্রাণের কাছে। नाहै ७**ां मांझे- কেহ মোর নাই পিক-বধু সাড়া দিল, ওই দূর গানে কত মনে হয়— একদিন বুঝি ছিল।