এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২
প্রেম-গীতি ১ কত যেন দোষী হ'য়ে, কত যেন পাপ ল'য়ে, আসিয়াছি নিকটে তোমার! যেন কি দুঃখের চিত্র, যেন কি সুতীব্র বিষ আনিয়াছি দিতে উপহার!
জ্ব্লন্ত নয়নে আছে যেন কি কলঙ্ক-লেখা, মুখ তুলে' দেখিতে না চাও! আছে মোর রূদ্ধ কণ্ঠে মৃত্যুর আদেশ যেন, দেব-কর্ণে শুনিবারে পাও! আঁধারে মাথার 'পরে পরিণাম-নিশাচর দাঁড়াইয়া পাখা বিস্তারিয়া,— দেখিতেছ তুমি যেন বর্ত্তমান-মেঘ ঠেলি' সে আঁধার চিরিয়া চিরিয়া!
উদগার করিবে হৃদি কি অনল-ধাতুস্রাব, চরাচর যাবে ছারেখারে,— নিবাতে নারিবে যেন ঢালি' সপ্ত পারাবার— কিংবা তব চির-অশ্রুধারে!
জীবন আমার যেন বিকট শ্মশান-ভূমি, অন্ধ অমা রেখেছে আবরি',— তোমার নয়ন-পাতে ফুটিবে আশার আলো— এখনি জাগিব হা-হা করি'।