পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विदिथ ३ कबिठाँ ७ कॉम ভাঙা সোপানের মূলে, মরাল গ্রীবাটি তুলে। আধেক ভুবেছে রবি, তবু চেয়ে বন-ধারে। জলেতে হিলোল নাই, মাছের দিতেছে ঘাই; গৃহমুখে ফেরে গাভী, ডোবে ধরা অন্ধকারে। কমলে ভ্রমর-গুলি, এখনো রয়েছে ভুলি। ডাকিতেছে চকাচকি, ব’সে ছটি পর-পারে। আজি কেন এলো ন রে। 영 নীরবে আসিছে সন্ধ্য, মলিন-মুখী। নদীতে ওঠে না ঢেউ, বন-পথে নাই কেউ, জলে ফুল-মুখী-লতা পড়েছে ঝুকি। এলায়ে পড়েছে বায়, শূন্ত মাঠ স্তব্ধ-প্রায়। দুরেতে কি কেঁদে যায়, হতাশ-ভূখী। سty কাফি,—একতালা। প্রেমে সুধু আঁখি-জল, আর কি আছে গে। বল। চোখে চোখে, মুখে মুখে, যখন র’তেম স্থখে, তখনো শিহরি বুকে নয়নে আসিত জল।