এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রাণের এ বিষ-লতা উপাড়ি' ফেলিব আজ,
করি' প্রাণ পণ; আশায় ভরসা নাই, মরণের দেখা নাই, দুঃসহ জীবন!
এই যে সন্দেহ-জ্বালা, পিপাসা, যন্ত্রণা, মোহ— এ কি ভালবাসা? কেহ বুঝিল না কথা, কেহ বুঝিল না ব্যথা, এ যে কর্ম্ম-নাশা! এ যে রে কুস্বপ্ন-ঘোর, জন্মান্তর-অভিশাপ— কুহক কাহার! সেই কথা, সেই গান, সেই মুখ,সেই প্রেম, সে-ই বারবার!
দিনে দিনে পলে পলে নীরবে অলক্ষেয় ধীরে আসিছে মরণ; দুরাশার ঘূর্ণ-পাকে নীরবে অজ্ঞাতে ধীরে ডুবিছে জীবন। আশা তৃষা মায়া সাধ পুড়িতাছে পলে পলে প্রতীক্ষায় জ্ব্লি'! কামনার মহাযজ্ঞে কেন এই তূষানল, মনঃ-প্রাণ-বলি!
সুখের পশ্চাতে দুখ ছুটিতেছে অবিরিত, নিশা গ্রাসে দিন; প্রণয়ে কি আত্মহত্যা তেমনি বিধির সত্য, কঠোর কঠিন? নিবেছে আশার আলো, সম্মুখে নিরাশা-রাত্রি, জ্বাল, চিতা জ্বাল! কৈশোরের সুপ্তি-স্বপ্ন চিরতরে হ'ক ধ্বংস, ঘুচুক্ জঞ্জাল!