এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী
হাসিতে লাজেতে ফেলিবে কাদিয়া,
কুইয়া পড়িবে মাথা । ” থাম গো ওগো থাম গো !
৩য়া । দেখ বুকে হাত দিয়t—
কঁাপিছে সখীর হিয়া । বহিলে বায়ুটি কঁাপিলে পাতাটি উঠে কেন চমকিয়া ।
তবে না, শরম-লতা, ভাব নি তাহার কথা । দিন যে যাইত হেসে গেয়ে সুধু,
কবে পেলে বুকে ব্যথা ? বল গো ওগো বল গে৷ ৷
সখীর গান ।
১ম । কি কুহকী ফুলবাণ,
মধুময় কি সন্ধান । কে জানে কখন মলয় বহিল— কুয়াস। টুটিল, কুসুম ফুটিল,
বিহগ গাহিল গান । শিহরিল দেহ, উথলিল স্নেহ, জাগিল হৃদয়ে কবেকার গেহ,
কবে সেই প্রাণ-দান । কি কুহকী ফুলবাণ ।
决可卜 চারিদিকে চায় আকুল হৃদয়,
হাসিতে বঁাশীতে ধরা মধুময় । কার কথা যেন মনে হয় হয়, তবুও হয় না মনে ।