আবাহন-গীতি ( 'অৰ্চনা-সাহিত্য সম্মিলনী’তে গীত ) (কীর্ত্তনাঙ্গ ) উঠ রে ভাই, উঠ সবাই, বাজাও বিজয়-ডঙ্কা। ভারতের ভূপ ভারতে এসেছে, ( মহিষী সহ ) ( সচিব সহ ) কিসের অভাব, কিসের শঙ্কা। কি দিব্য মূরতি, বরাভয়-কর, করুণ।-কোমল সরল অস্তর, নাহি ভেদ-জ্ঞান, নাহি আত্মপর—বিজেতা-বিজিত-জাতি। উঠ বঙ্গবাসী, মুছহ নয়ন, ( নয়নের জল মুছ হে ) ছিন্ন বঙ্গ আজ লভিল জীবন | সাৰ্দ্ধ শতাব্দীর শূন্ত সিংহাসন দাও সমাদরে পাতি। এস মহাভাগ, এস মহেশ্বাস, রামের রাজত্বে হতেছে বিশ্বাস। আকবরের সে সকল প্রয়াস সফল করিছ তুমি। তোমার এ দান, তোমার এ মান, ( তোমার মানে আমরা মানী ) প্রাণ হ’তে আজ করি শ্রেয়-জ্ঞান। দিয়াছ অভয়, দিতেছ কল্যাণ, भूक्ष डोब्रङङ्कधि! অষ্টশত বর্ষ কি তুঃখে যে বায়—আমরা দিয়াছি সকলি রাজায়। তুমি এক রাজা দিতেছ প্রজায় রাজার গৌরব-শক্তি। তোমার এ স্নেহ শিরে ল’য়ে আজ (হীর মোতি তুচ্ছ করি' ) দাড়াব আমরা জগতের মাঝ, দেখুক জগত, বাঙ্গালীর কাজ— স্বদেশের সেবা, রাজায় ভক্তি। ( ہادeاد u:6at", cshx') গান বেহাগ—কাওয়ালী। ( কিবা ) মধুরী নারী। তদধিক সুমধুর, হৃদি তাহারি।
পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।