পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰিবিধ: কবিতা ও গান: একদিম হেসেছিলে,—কি হাসি সরল। হৃদয়ে জাগিয়াছিল কবিত্ব নির্ম্মল। একদিম কয়েছিলে,—কি কথা কোমল। জীবনে জন্মিয়াছিল বিশ্বাস অটল। २ সে মোহ কোথায় আজ। কি তীব্র চেতনা— জীবন আস্বাদ-হীন, মরণ কামনা ৷ নাই সুখ দুখ স্বপ্ন, নাহিক কল্পনা, আশা-তৃষা-হীন দিন,—কি দীর্ঘ যন্ত্রণ। দাও—দাও সত্য মিথ্যা,—যা” ইচ্ছা, ললন। প্রেম নয়, দাও তবে প্রেম প্রবঞ্চন। ( 'অৰ্চনা, আশ্বিন ১৩২১ ) স্বজাতি সম্ভাষণ আপনারে নিশিদিন ভাবে যেই নীচ হীন, অতি কৃপাপাত্র দীন জগতে সে জন। জীব-গর্ব্ব নাহি যার, উৰ্দ্ধগতি নাহি তার; অল্প সুখ, অল্প আশা—ফুদ্রের লক্ষণ। কাব্যে ইতিহাসে কুত্র, সংহিতার কোন সূত্র দেয় নাই ক্ষুদ্রজনে মহত্ব-আসন। যাহ। শ্রেয়, যাহ। প্রেয়,— স্বেচ্ছায় না দেয় কেহ; সহজে ধরে না কেহ পরের চরণ। هلا-اسهام f Af