àư अक्रग्नकूमांग्र बछांल-6शांक्जौ এজীবন-মহাহবে অক্ষম বিজয়ী কবে? কে লভেছে কাম্যধন বিনা প্রাণপণ? স্বাস্থ্য জ্ঞান যশঃ অর্থ সে-ই লভে, যে সমর্থ; শক্তের দু’কুল মুক্ত—যথার্থ বচন। বল্লালের হিংস। দ্বেষ হোক অভিমানে শেষ; অপমানে লভি জ্ঞান—জ্ঞাতির মিলন। কুটিলের দম্ভ ক্রোধ, শ্রীবল্লভে পরিশোধ; অতীত-গৌরবে কর ভবিষ্যে বরণ। “কুলজন্ম দৈবায়ত্ত, মমায়ত্ত পুরুষত্ব—” কর্ণের এ মহাবাক্য করিয়া স্মরণ,— অবিনয়ী হইও না, অবিনয় সহিও না,— অগ্রসর’—অগ্রসর’—ম্মরি’ নারায়ণ, হে বণিকৃগণ। ( 'স্ববর্ণবণিক সমাচার, মাঘ ১৩২৫ ) সম্পাদকীয় মন্তব্য: ১৩২৫ বঙ্গাব্দের ১১ই পৌষ চুচুড়ায় অনুষ্ঠিত বঙ্গীয় স্বযর্ণবণিক সন্মিলনীর চতুর্থ অধিবেশনে এই কবিতাটি পঠিত হয়। কবি স্বয়ং উপস্থিত থাকিয়৷ স্বহস্তে কবিতাটির মুদ্রিত প্রতিলিপি সভায় বিতরণ করেন। ইহাই তাহার রচিত শেষ কবিতা। পরবর্তী কবিতাগুলি তাহার পাণ্ডুলিপি-খাতা হইতে এখানে সর্বপ্রথম মুজিত হইতেছে। এগুলি প্রায়ই অসম্পূর্ণ, অসংস্কৃত এবং দুই-একটি পরবর্তী মুজিত কবিতার আদি অপরিমাজিত রূপ।
পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।