পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরহে S so এস, স্মৃতি, এস, অতীতের দ্বার খুলে। শারদ প্রভাতে যথা, না পড়িতে ঢ’লে চাদ, পুরব-গৰাক্ষ উষ খুলে ফেলে ভুলে; সুদূর মলয় হ’তে শতফুলবন দ’লে মলয়-সমীর যথা আসে তুলে স্থলে; শত ক্ষুদ্র-বেণী মিলে আকুল তটিনী যখ। শত প্রতিবন্ধ সত্ত্বে পড়ে গিরি-মূলে; এস, স্মৃতি, এস, অতীতের দ্বার খুলে। ९ এস, স্মৃতি, এস, ব’সে আছি সিন্ধু-কুলে, বিধুরা রমণী যথা, কোথাও নাহিক কোন তরীর উদ্দেশ। সারাদিন পথে ঘুরে, ফিরিয়া যেতেছি ঘরে, দিবসের হ’য়ে আসে শেষ, উত্তাল সংসার-সিন্ধু, উত্ত গ্র জীবন-গিরি প’রে এস একবার দূর-স্বপ্ন-বেশ। এ জীবন-স্মৃতি লয়ে চ’লেছি দিগন্ত-পারে গড়িতে আমার নব জীবন-প্রদেশ। VL এসো না, এসে না স্মৃতি, মিশিয়া আশার সাথে, আশার নাহিক কাল আর। জানি না সে দূর দেশে আলো কি মাথার ছায়, ৰাজে কি বঁাশরী, কিম্বা কৃপাণ-ঝঙ্কার।