পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চলেছি জগৎ-পথে চলেছি মৃত্যুর পথে,

                   ঢাল, সুরা ঢাল!
          প্রেম নয়, কাব্য নয়,    নারীর হৃদয় নয়,
                   জ্বাল, চিতা জ্বাল!
          দগ্ধ নগরের মত         উড়াইতে স্মৃতি-ভস্ম
                   কেন আছি পড়ি'!
          বর্ত্তমান-হাহাকারে,        ভবিষ্যৎ-অন্ধকারে
                    গত-স্বপ্ন ধরি'!
          জীবনের মরুভূমে         কোথা তুমি চিরস্নিগ্ধ
                    প্রেম-কল্লোলিনী!
          চাপি' বক্ষ দুই করে       যেথা যাই—মরীচিকা
                    মৃত্যুর সঙ্গিনী!
          
           পারাবারে পোত-ভগ্ন      মজ্জমান অভাগার
                     আশ্রয় কোথায়?
            শত ইন্দ্রধনু-বর্ণে        এ যে রে মৃত্যুর বাহু
                     ঘেরিছে আমায়!
            কোথায় আনন্দ-স্বপ্ন!     অদৃষ্টের ব্যঙ্গ,
                     বিকৃত কল্পনা!
            দুরাশার উপহাসে         মরণ-যন্ত্রণাধিক
                       আত্মপ্রবঞ্চনা!


                         পুনুর্মিলনে
            পড়িয়া ঘটনা-স্রোতে,       জানি না কি ভাগ্যবলে
                        উঠিনু হেথায়!
            জানি না দেবতা কোন্       হ'ল অনুকূল আজি,
                        মিলা'ল তোমায়!