পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দর্শনে নয়নে পলক নাই, কথা নাই মুখে। চেয়ে আছি, বুঝিতেছি; কঁাপিতেছি বুকে। বুঝিতেছি, দেহ চায় দেহের পরশ। দাড়াইয়া আছি কাছে, নাহিক সাহস। ঘটা মূর্ত্তি—ছট ছায়, পরাণের কোলে, বুকে বুকে দৃঢ় বাধা, কপোলে কপোলে। সুখে স্বপ্নে অবসক্স, অবশ শরীরে; জড়ায়ে জড়ায়ে যেন মরিবে অচিরে। 7th Feb: 1888 [ ৭ই ফেব্রুয়ারি, ১৮৮৮ ] [ 'কনকাঞ্চলি’ পৃ. ১১ “দেখা” দ্রষ্টব্য।—সম্পাদক ] থাকে মুক্ত সাগরের তলে S থাকে মুক্ত সাগরের তলে – কত কষ্টে, কি যতনে, তুলে নর সে রতনে আদরে দোলায় হৃদে গলে। & ফোটে তারা আকাশের গায়।— নাগাল না পেয়ে করে, কত কি কল্পনা-ভরে, কত কি সৌন্দর্য্য দেখে তায়। (ع\ মুকুমারী ঘরে ঘরে ফুটি – তাই নর পলে পলে দলে তারে ছলে বলে। সমুক্ত নয়ন-তারা ছুটি। সুকুমারী ঘরে ঘরে ফুটি। 14th August 88 L »so oftsfö, obvb- দ্বিৱিধ-১৫