পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৮ च्चकब्रकूभांब्र यज्रांल-6धन्हांवलौ আমি তোমা-ময়, প্রিয়ে, তোমারে এ আমা দিয়ে চিরতরে সরি। অলক্ষ্যে দিয়েছি প্রাণ, রাখ এ প্রাণের মান, অলক্ষ্যে ন। মরি। এ কি এ কি—আশা-ঘোর। কোথা সে দৃঢ়তা তোর, হা বিকল মন। সহিতে জন্মেছি ভবে, অণজন্ম সহিতে হবে, কেন হু-স্বপন। এ নহে বিরহী-রীতি, সুখ-সাধে নিতি নিতি বিকল বিহবল ৷ হতাশ অদৃষ্ট, হায় মধ্যাহ্ন আকাশ প্রায় শূন্ত মরু-স্থল। ধুধুধু জ্বলিছে প্রাণে তবুও বারিদ পানে চেয়ে না নিশ্বাসে। জ’লে মরে হাহাকারে, তবুও আপন কারে জ্বালা না প্রকাশে। হের মন, কিবা স্থির, কি মহান কি গম্ভীর, মরু অহরহ।