এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
চ’লে গেল, ছুঁয়ে গেল চ’লে গেল, ছুঁয়ে গেল, কহিল ন কথা; নেতিয়ে পড়িল প্রাতে নতমুখী লতা। ঝরিয়া পড়িছে ফুল; ঝরিছে শিশির; আকাশে উঠিছে মেঘ; কোথায় সমীর? কোথ। বিহঙ্গের কল, রবির কিরণ, ষোড়শীর মৃহ হাসি’ কুসুম চয়ন। কোথ। পথিকের শ্রাস্তি, রাখালের গান, গেল—গেল, সব গেল, স্বপন সমান। দুখ, ছখ, দুখ, কোথ। বৃষ্টি, বজ্রাঘাত, কুঠার, কাম্মুক! 24-8-87 [ ২৪এ আগস্ট, ১৮৮৭ ] সবাই গাহিছে যবে সবাই গাহিছে যবে যবে হাসিছে, আমি কেন মানমুখে রব? পান-পাত্র পুর্ণ কর, থর ধর গান ধর। সবাই পরিছে মালা, নাচিছে ভাসিছে, দলে কেন দল-ছাড়া হব? মুছে ফেলি আঁখি-জল, মুছে ফেলি ব্যথা, মুছে ফেলি বিগত জীবনী, পান-পাত্র পুর্ণ কর, ধর ধর গান ধর, —আবার যে মনে পড়ে সে-দিনের কথা। সে দিনও যে ছিল গে৷ এমনি।