১২৪ অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী কোথা সে নিকুঞ্জ-ছায়া—অলস পরশ-খেলা? কোথা মৃন্থ-কল্লোলিনী, এ মরু-মধ্যাহ্ন-বেলা? তৃষায় ফাটিছে প্রাণ, কই প্রেম-পুণ্য-জল? চারিদিকে মরীচিকা হাসিতেছে খল খল। এস, বর্ষ, এস তুমি, তুমি নিদাঘের শেষ। ল’য়ে এস অঙ্ক-রাশি, ঘুচাও এ তৃষা-ক্লেশ। ল’য়ে এস আর্দ্র শ্বাস, স্তব্ধ দৃষ্টি, মান হাসি;– নাহি আশা, নাহি সাধ,—সুধু কেঁদে ভাসাভাসি। Μay, 88 Ιατι, Σνbυ Ι [ কনকাঞ্জলি’ পৃ. ১৭-১৮ “নিদাঘে” কবিতা দ্রষ্টব্য।—সম্পাদক ] প্রৌঢ় বনে বনে ফিরিতেছি, পাখী আর গাহে না; নয়নে নাহি কি আর প্রণয়ের রাগ? বনে বনে ফিরিতেছি, ফুল আর চাহে না; কপোলে নাহি কি আর চুম্বনের দাগ? ঘরে ঘরে ফিরিতেছি, শিশু আর হাসে না; অধরে নাহি কি আর কল্পনার ভাষা? দ্বারে দ্বারে ফিরিতেছি, নারী কাছে আসে না; হৃদয়ে নাহি কি আর সৌন্দর্য্য-পিপাসা? কাছে কাছে ফিরিতেছি, সখা আর ডাকে না, নিতে দিতে পারি না কি সুখ-দুখ আর? পাছে পাছে ফিরিতেছি, কেহ কাছে থাকে না; হারায়ে কি ফেলিয়াছি বঁাশরা আমার? বেড়াইব ঘুরে ঘুরে ঘাটে মাঠে পথে কি, আদি-মধ্য-অন্ত-হারা যেন ছায়া-খেলা — জীবন-সায়াহ্নে এই, বিশাল জগতে কি নিঃসম্পর্ক মেঘমত একেলা—একেল!
পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।