১২৬ অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী এই পথ দিয়ে ঘাৰে, এইখানে পড়ে রব’, মাটিতে চাপিয়া বুক, ক্রমে ক্রমে মাটি হব’। চির-নব-রূপময় সে চরণ-স্পর্শ-ছায়, শত ফুলগুচ্ছ হ’য়ে লুটিয়া পড়িব পায়। এই পথ দিয়ে যাবে, এইখানে প’ড়ে রব’, পাষাণে চাপিয়। প্রাণ ক্রমেতে পাষাণ হব", চির-নব-গীতিময় সে চরণ-স্পর্শ পেয়ে, হইয়া সঙ্গীত-উৎস চরণে পড়িব ধেয়ে। এই পথ দিয়ে যাবে, এই-খানে প’ড়ে রব’, তুষারে চাপিয়া প্রেম ক্রমেতে তুষার হব’। সে পুত চরণ-স্পর্শে, পবিত্র জাহ্নবী মত, বহে যাব প্রেম-স্রোতে, ভেসে যাবে রাজ্য কত। প্রেম-উপহার এ হৃদয় নহে, দেবি, প্রেম-উপহার। ভালবাসা—ভালবাসা, এত উচ্চ নাহি আশা, এত উচ্চ-পানে আখি ফিরালে আমার, ঘুরে যেন পড়ে মাথ, ন পাইয়া পার। এ হৃদয় নহে, দেবি, প্রেম-উপহার। বলিও ন৷ এ হৃদয়—প্রেম-উপহার। ও কথা শুনিলে পরে, পরাণ কেমন করে। মনে পড়ে—মহা-সিন্ধু, হিমাদ্রির ধার। অনন্ত, প্রকাগু এক ছজ্ঞেয় ব্যাপার। বলিও ন৷ এ হৃদয়—প্রেম-উপহার। দান-প্রতিদান মত, প্রেমে আছে লীলা কত। স্থখ, দুখ, হাসি, অশ্রু, ব্যথা, হাহাকার, আনন্দ, যন্ত্রণ, মোহ, মত্তত, বিকার।
পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।