এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মুহুর্তের চিত্র ভূমি মুহূর্ত্তের চিত্র তুমি, হে চিত্র-সুন্দরি। মুহূর্তে অনন্ত-রূপ রাখিয়াছ ধরি। কত বর্ষ গেছে ঘুরে, সে বায়ু না গেল দূরে, মরিল না হিম-কণা ওই পায়ে পড়ি। সেই চাদ আধ চায়, সেই ফুল ঝরে গায়, আলোকে আঁধারে সেই দূরে জড়াজড়ি। এল গেল কত লোক, পড়িল সহস্ৰ চোখ, নড়িল না—সরিল না শিথিল বসন। হ। যোগিনী যোগাসাঁনী, মুহূর্ত্তে অনন্তে লীন, মুহূর্ত্ত বিভ্রমে এই বিভ্রান্ত ভুবন। প্রশংসার মাবেt প্রশংসার মাঝে ফেলে কবি শ্বাস, কিসের প্রশংসা আর— মরমের গান ফুটিল না ভাষে, বাজিল ন হৃদি-তার। চারিদিকে ওঠে ধন্ত থষ্ঠ রব, চিত্রকর শূন্তে চায়— হৃদয়ের ছবি উঠিল না পটে, ख्रीश्वन बुथंiग्न चांद्म। বিবিধ—১৭