পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰিবিধ: কবিতা ও গান দূরে স্তন্ধ প্রাচীকুলে শুভ্র মেঘস্তরে তরুণ অরুণ-রেখা ফুটিছে লহুরে। ধীরে যবনিকা সম শিথিল বিকল তম মেঘ হ’তে মেঘান্তরে গড়াইয় পড়ে। নহে নহে মুখ ইহা নহে নহে সুখ ইহ, তুঃখ-মাদকতা, স্বৰ্গ নয়, নরক-মন্থন, নহে স্বস্তি নহে তৃপ্তি, ঘৃণ্য কামুকত, সর্ব্বনাশ। চির আলিঙ্গন। সুধাক্রমে বিষপানে হৃদি অচেতন, জ্ঞানভ্রমে অজ্ঞানে প্রবেশ— বিভ্রম-অতলম্পর্শে হইয়া মগন খুজি তল পাই না উদ্দেশ। বলিও না, প্রবঞ্চক নির্দয় নিষ্ঠুর বল, অতি কৃপাপাত্র দীন বল, এসে কুতূহলে করিয়াছি চুর অনাজাত কুসুম নবীন। যাও যাও ফিরাও যাও যাও—ফিরাও ও কঠোর নয়ন, রুদ্ধ অশ্রু চিরকুদ্ধ থাক্‌; বৃথা কর নিপীড়ন, নিশ্বাস সঘন,— বাক্যাতীত যন্ত্রণার বাক্। বৃথা এই ছল বল তীক্ষু উপহাস, পখরোধ মিনতি ক্রন্দন,— মাদকতা-অবসাদে মাদক-পিয়াস, ভ্রমভঙ্গে ভ্রম অন্বেষণ। లిఖి [ অসম্পূর্ণ ]