পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পড়িয়া ঘটনা-স্রোতে অকালে ভাঙ্গিয়া গেছে

                    হৃদয় আমার;
          পড়িয়া ঘটনা-স্রোতে      জানি না মূহুর্ত পরে
                   কি ঘটে আবার!
          হ'ল যদি সম্মিলন,      একটু অপেক্ষা কর
                    দেই উপহার—
          একটু অপেক্ষা কর       নির্ব্বাপিত করি দীপ
                    সম্মুখে তোমার!
          ধরাতল বিপ্লাবিনী       উন্মত্তা কল্পনা-নদী
                   এ ক্ষুদ্র অন্তরে,
          নৈরাশ্য-পাষাণ দিয়া     কত দিন বল আর
                   রাখি রুদ্ধ করে'?
          আশার অমৃত-ভান্ড      অধর-সম্মুখে ধরি',
                   মরুর উপরে,
          বারেক না ল'য়ে স্বাদ     কত দিন বল আর
                   জীবনী সঞ্চরে?
          একটু অপেক্ষা কর       মনে বড় আছে সাধ
                   দিব উপহার,—
          জগৎ-বন্ধন-হীন,       দুঃখ-সুখ-প্রেমাতীত
                    পরাণ আমার!


                   কামে প্রেমে
                         ১
                  কি মধু-যামিনী!
         সুদূর তটিনী-বুকে    চন্দ্রিকা ঘুমায় সুখে,
             বিহ্ব্বলা বিবশা যেন নবোঢ়া কামিনী!
             তর-তর থর-থর বন উপবন
             সঙ্গীতে কাঁপিছে যেন চিত্রের মতন!