এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বিস্মিতি নয়নে,
ঢল-ঢল পূর্ণ শশী সুনীল আকাশে বসি', খুঁজিতেছে ধরণীর প্রতি অণু যেন— এ পূর্ণ জগৎ-মাঝে অপূর্ণতা কেন!
ল'য়ে তরু লতা পাতা চন্দ্রিমা চন্দ্রিকা, ধরণী নিঃশ্বসি কহে,—কপোলে শিশির বহে,— 'কোথা রাজে মহারাসে সে শ্যাম রাধিকা!' কোথা— কোথা— কোথা!
২ কোথা প্রেম, কোথা প্রীতি, সে কল্পনা, স্বপ্ন, স্মৃতি, সেই হাসি, সেই বাঁশি, সেই জাগরণ— নয়নে নয়ন সেই চির অন্বেষণ! নাহি তৃপ্তি, নাহি শ্রান্তি কি অশ্রান্ত মহাভ্রান্তি! না শুকায়—না ফুরায় কি সুধা-নির্ঝর! জীবনে না হয় শেষ কি কাব্য সুন্দর! দেব-ত্যক্ত ধরাতলে, নরকের কোলাহলে সেই ঋষি-আশীর্ব্বাদ, দেব-কন্ঠহার! সাধনার মহামন্ত্র— অমরার-দ্বার!
৩ হায়, প্রিয়া, হায়, কই কই সে মিলন—লতিকার আলিঙ্গন, মনে মনে, প্রাণে প্রাণে, শিরায় শিরায়; পাকে পাকে ভাঙ্গে চিত্ত, তবু কি আনন্দ নিত্য, রোমে রোমে যেন মত্ত-সমুদ্র গড়ায়!