পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যদি

          প্রেম যদি হইত গোলাপ,
         হৃদি যদি হইত পল্ল্পব—
            দুলিত নবীন স্তরে
            কত না আনন্দ-ভরে!
       হরিতে লোহিত-আভা—চিত্রের গৌরব!
         প্রেম যদি হইত রাগিণী,
         হৃদি যদি হ'ত গীতি তার—
         ঝঙ্কারে নিনাদে খাদে
         মিশিত কি অবিবাদে!
     স্ফূরিত কতই অর্থ অস্ফূট কথার!
        প্রেম যদি হ'ত ফুলবন,
        হৃদি হ'ত মলয়-বাতাস—
           ঘেরি' বেড়ি' দলি' পিষি'—
           অঙ্গে অঙ্গে দিবানিশি;
     তবুও বিরহ ভহে কাতর নিঃশ্বাস!
         প্রেম হ'ত অবাদ কল্পনা,
         হৃদি হ'ত আধ-জাগরণ—
         মুখে হাসি, চোখে হাসি,
         আছাড়' পড়িত আসি'—
     ছিঁড়ে যেত প্রতি শিরা—দেহের বন্ধন!
         প্রেম হ'ত গহন কান্তার,
         হৃদি হ'ত দাবানল—
            ক্ষোভে রোষে নিরাশ্বাসে
            গ্রাসিতাম গ্রাসে গ্রাসে—
      রহিত অস্তিত্ব তার আমাতে কেবল!