পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বায়ু-দূত

           যা, বায়ু, তাহার কাছে—
           সে বুঝি ঘুমায়ে আছে,
       নিয়ে যা গান্টী মোর ধীরে ধীরে তার কাছে;
           নিয়ে যাস্ বুকে ক'রে,
           দেখিস্ পড়ে না ঝরে',
       বড় ভয় হয় মনে—বুঝিতে না পারে পাছে!
           দেখিস আকুল হ'য়ে,
           গানটীরে বুকে ল'য়ে
      পড়িস্ না ছুটে' তার কোমল কিশোর-হৃদে!
           ভয়ে আশা যায় টুটে'—
           সে যদি কাঁদিয়া উঠে,
      গানের বেসুর কোন যদি তার প্রাণে বিঁধে!
            যা মোর গানটী নিয়ে
            গঙ্গার উপর দিয়ে—
     ছোট ছোট ধেউ-গুলি ঈষৎ পরশ করি';
            একটু জোছনা মেখে',
            একটু গোলাপে থেকে',
     লতাদের বাহু-দোলা একটু হৃদয়ে ধরি'—
            মাথাটী বাহুতে থুয়ে,
            সে যেথায় আছে শুয়ে
     আলু-থালু কেশ-জাল মাটীতে পড়িয়া লুটে;
            আঁচল পড়েছে খসে',
            কম্পিত উরসে বসে'
     আকুল জোছনা-রাশি কাঁপিয়া কাঁপিয়া উঠে!