এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সরে' গেছে শীত, সরেছে কুয়াসা,
এল সুখ-সাধ, এস ভালবাসা! এস লো কবিতা, এস স্মৃতি-দূর, এ প্রভাত আজ বড়ই মধুর! জর-জর দেহ, থর-থর প্রাণ, এস মদেনের অব্যর্থ সন্ধান!
এস অমরীর অলক্ষ্য চুম্বন, গত-জীবনের চির-আলিঙ্গন! শত শত ফুল ফুটিছে শরীরে, যৌবন-কাতরা, এস ধীরে ধীরে! শত শত গান উঠিছে পরাণে, বিরহ-বিধুরা, এস মোর গানে!
ঘুচিলে আঁধার, শুকালে শিশির, কেন ছুটে আসে মলয়-সমীর? বহিলে মলয় কেন ফুল হাসে? কেন শত হাসি আশে-পাশে ভাসে? ফুটিলে কুসুম কেন ডাকে পাখী? কেন বামে চায় পিপাসিত আঁখি?
মাধুরীর পিছে শতেক মাধুরী, চোরা মন যায় শত বার চুরী! তরুরে লতিকা বাঁধে শত ফেরে, সাঁঝের তারারে শত তারা ঘেরে, শত শ্বাস ঢাকা বাঁশীর নিঃশ্বাসে, শতেক মিলন বিরহের পাশে।
নায়কের পাশে নায়িকা শোভা, কপোলের পাশে অশ্রু মনোলোভা,