পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 श्रणब्रकूभांब्र वज्जांण-4चांदनौ এত দিয়া নিয়া পারি না যে, প্রিয়! পড়ি মূরছিয়া হরবে। কর মোহ দূর,— আদরে মধুর, সোহাগে বাহুর পরশে। क्लिल ছিল ভালবাসা মম, নব যুথিকার সম, নবীন হৃদয়-স্তরে ক্ষুদ্র আশা-বৃন্ত ধরি’; রূপে রসে থর-থর, সহেঃনা কথার ভর, অতি শুভ্র সুকোমল, পরশে পড়িবে ঝরি’। আকাশে পুর্ণিমা বিধু, কাপে জ্যোৎস্ন। মৃত্ন মৃত্ন, নীরব নিঝুম নিশি, ঘুমে আলু থালু ধরা; বহে বায়ু তুলি তুলি”, কাপে ধীরে পাতাগুলি— নয়ন পড়িছে ঢুলি, হৃদয় স্বপনে ভরা। যেন এ জগতে আর কিছু নাই দেখিবার,— জীবন—কবিতা-লীলা, কল্পনার ছায়ালোক। নাহি ঝড়, নাহি বৃষ্টি, নাহি দিব খর-দৃষ্টি, নাহি গর্ব্ব অভিমান অপমান ছুখ শোক।