এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
8
দুৰ্ব্বহ জীবন
কি হববহ আমার জীবন । কোথায় যাইতে আমি, কোথায় এসেছি নামি’—
কিছুতে বাধিতে নারি মন । আসিতে আপন দেশে পড়েছি বিদেশে এসে, মরুভূমে বৃষ্টির মতন ! বৃস্তচু্যত ফুল-প্রায় ভূমে পড়ে আছি, হায়, কত ক্ষণে আসিবে মরণ । কি কুৰ্ব্বহ আমার জীবন ।
কিছুতে বাধিতে নারি মন । দিন রাত আসে যায়, আসে যায় পায় পায়,
যায়—যায় সাধের যৌবন । কিছুতে উৎসাহ নাই, কিছু না পাইতে চাই, অণশ। যেন অলীক বচন । যেন শূন্ত-গর্ভ মেঘ— নাহি গতি, নাহি বেগ—
দীর্ঘ এক তন্দ্রার মতন । পড়ে? অাছি স্তিমিত-নয়ন ।
পড়ে’ আছি স্তিমিত-নয়ন । নাহি শোক, নাহি তাপ, নাহি পাপ, পরিতাপ,
নাহি হুঃখ, রোগের তাড়ন ; নাহি অভাবের জ্বালা, সংসারের ঝাল-পালা, দারিদ্র্যের বৃশ্চিক-দংশন । স্বখের অভাব নাই, তবু মুখ নাহি পাই— সুখে এ কি অসুখ-দহন । কি তুৰ্ব্বহ আমার জীবন ।